বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ভবন নির্মাণে সবুজায়ন আবশ্যক : তরুণ প্রকৌশলীদের উদ্দেশ্যে মুনীর চৌধুরী 

নিজস্ব প্রতিবেদক

ভবন নির্মাণে সবুজায়ন আবশ্যক : তরুণ প্রকৌশলীদের উদ্দেশ্যে মুনীর চৌধুরী 

তরুণ প্রকৌশলীদের ভবন নির্মাণকালে পরিবেশ রক্ষাকে গুরুত্ব দিয়ে ভবনের আশেপাশে সবুজায়ন নিশ্চিত করা, ভবনের চারপাশে বৃক্ষের বেষ্টনী গড়ে তোলা এবং নির্মাণকাজে পোড়া ইটের পরিবর্তে হলো (Hollow) প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব নগরায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।

গত শনিবার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে ২৫ সদস্যের একদল তরুণ প্রকৌশলী বিজ্ঞান জাদুঘর পরিদর্শনে আসলে তাদের এ আহ্বান জানানো হয়। 

তিনি বলেন, প্রকৌশলীদের মেধা ও দক্ষতা অনন্য সম্পদ, তা সঠিকভাবে প্রয়োগ করা এখন সময়ের দাবি। প্রথাগত উন্নয়ন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। শুধু ভবন নির্মাণেই সার্থকতা নয়, ভবন টেকসই ও এর পরিবেশবান্ধব ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা প্রকৌশলীদের মাথায় রাখতে হবে।

নগরীগুলোকে দাবদাহ থেকে রক্ষায় বৃক্ষরোপণ ও জলাধার ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। নিজেদের আজীবন ঘুষ, দুর্নীতি, কমিশন ইত্যাদির পঙ্কিল জগৎ থেকে মুক্ত রেখে সৎ জীবনযাপনের আদর্শে উজ্জীবিত হতে হবে। ব্যক্তিগত লাভ বা স্বার্থচিন্তার বলয় থেকে বেরিয়ে আসতে হবে।

প্রকৌশলীদের সৎ উপার্জনের বহু পথ খোলা রয়েছে, যার সদ্ব্যবহার করতে হবে। অনৈতিক পথে উপার্জিত অর্থ ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনে দুর্ভোগ বয়ে আনে। রিজিক বা অর্থসম্পদ আহরণ ও বন্টন আল্লাহ তা’আলার হাতে। স্রষ্টার উপরই নির্ভর করে সকলকে সততা, নৈতিকতা ও দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালন করতে হবে। 

টিএইচ